লিফটের ব্যবহারে প্রয়োজনীয় কিছু টিপস :
- আপনার গন্তব্য জানুন এবং সেই অনুযায়ী বোতাম চাপ দিন। উপরে যেতে চাইলে Up এবং নিচে যেতে চাইলে Down বোতাম চাপুন।
- লিফটে উঠে একপাশে দাঁড়ান অন্য যাত্রীদের জন্য জায়গা করে দিন।
- লিফট পূর্ন হলে তাড়াহুড়ো করে উঠবেন না পরবর্তী লিফটের জন্য অপেক্ষা করুন।
- শিশুদের সাবধানে রাখুন এবং দরজা থেকে দূরে দাঁড়ান।
- মাঝে লিফটি আটকে গেলে আতংকিত হবেন না,জোর করে দরজা খোলার চেষ্টা করবেন না।
- ধৈর্য্য ধরে থাকুন এবং সহায়তায় জন্য অপেক্ষা করুন।